পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

টানা বৃষ্টিতে জলমগ্ন বর্ধমানের একাধিক ওয়ার্ড, পরিদর্শনে বিধায়ক - burdwan municipality

By

Published : Jul 28, 2021, 7:42 AM IST

সোমবার সন্ধে থেকে রাত পর্যন্ত টানা বৃষ্টির জেরে জলমগ্ন বর্ধমান শহরের একাধিক ওয়ার্ড । এদিন জলমগ্ন এলাকা পরিদর্শন করতে আসেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস । এলাকাবাসীদের অভিযোগ শহরের 4 নং ওয়ার্ডের ভিতর দিয়ে যাওয়া সাবজোলা খাল দীর্ঘদিন পরিষ্কার করা হয়নি ৷ তার ফলেই এলাকায় নোংরা জল ঢুকতে শুরু করেছে । এছাড়াও তাঁদের আরও অভিযোগ বিভিন্ন এলাকায় নিয়মিত ড্রেন পরিষ্কার করা হয় না । ফলে অল্প বৃষ্টিতেই এলাকায় জলমগ্ন হয়ে পড়ে ৷ শহরের জলমগ্ন এলাকা পরিদর্শন করে বিধায়ক খোকন দাস বলেন, "এলাকা পরিদর্শন করেছি । মানুষের সমস্যার কথা শুনেছি । বর্ধমান উন্নয়ন পর্ষদের সঙ্গে কথা বলে সাবজোলা খাল পরিষ্কার করা হবে । এছাড়া বাকি ওয়ার্ডের সমস্যাও যাতে তাড়াতাড়ি মিটে যায় সেই চেষ্টা করছি ।"

ABOUT THE AUTHOR

...view details