Waterlog : নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন পশ্চিম মেদিনীপুরের একাধিক এলাকা - West Medinipur
দুদিনের অবিরাম বৃষ্টিতে জল থৈ থৈ পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা ৷ খড়গপুর সাবওয়ে থেকে স্টেশন চত্বর সব ভাসছে জলে ৷ রাস্তা তো ডুবেছেই তার পাশাপাশি জল ঢুকেছে গৃহস্থের ঘরেও ৷ আসবাবপত্র দাঁড়িয়ে রয়েছে জলেতেই ৷ বাড়ির সামনে দিয়ে রীতিমতো স্রোত বইছে ৷ এমনই জলছবি দেখা গিয়েছে মেদিনীপুর শহরের আট নম্বর ওয়ার্ডের সূর্যনগর এলাকায় ৷ অন্যদিকে, রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ি জলে ভেসে যাওয়ার ঘটনা এদিন দেখা গিয়েছে শালবনিতে ৷