মমতার রাজনীতি দ্বিচারিতায় ভরা : মুকুল - barasat court
জাতীয় জনগণনা কর্মসূচিতে যোগ না-দেওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন মুকুল রায় ৷ পুরোনো একটি রাজনৈতিক মামলায় বারাসতের বিশেষ আদালতে হাজিরা দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুকুলবাবু আক্রমণ করেন মুখ্যমন্ত্রীকে ৷ তিনি বলেন, " মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিচারিতার শেষ নেই । তিনি বন্ধ ঘরে একরকম কথা বলেন, আর বাইরে অন্য কথা বলেন । একবার বলছেন দিল্লিতে NPR-এর মিটিংয়ে যাবেন না, আবার তিনিই দৌড়ে প্রধানমন্ত্রীর কাছে চলে যাচ্ছেন । একদিকে আন্দোলন করছেন, অন্যদিকে গিয়ে দেখাও করছেন ।" তিনি আরও বলেন, " আমি দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেস করতেন, তখন দলের মিটিংয়ে এক রকম কথা বলতেন, আবার বাইরে অন্য কথা । তাঁর রাজনীতি দ্বিচারিতায় ভরা ।" মুখ্যমন্ত্রীর রাজ্যপাল বৈঠক বয়কট প্রসঙ্গেও মুকুল বলেন, "সংসদীয় রাজনীতিতে রাজ্যপাল হলেন সাংবিধানিক প্রধান । রাজ্যপাল বৈঠক ডাকলে সৌজন্য মেনে মুখ্যমন্ত্রীর সেই বৈঠকে যাওয়া উচিত । মুখ্যমন্ত্রী রাজ্যপালের বৈঠকে যাবেন না বলছেন । আবার আতঙ্কেও ভুগছেন । আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গিয়েছেন, তিনি ভোটে আর জিতবেন না । তাই, তিনি নিজেই চাইছেন, তাঁর সরকারকে ভেঙে দেওয়া হোক । সহানুভূতির ভোট নিয়ে আবার জয়লাভ করতে চাইছেন মনখ্যমন্ত্রী ।"