পুরুলিয়া পৌরসভার নতুন প্রশাসক মৃগাঙ্ক মাহাত - purulia municipality
অবশেষে আজ পুরুলিয়া পৌরসভার প্রশাসক পদে বসলেন পুরুলিয়ার প্ৰাক্তন সাংসদ মৃগাঙ্ক মাহাত । বুধবার দুপুরে পুরুলিয়া পৌরসভার গান্ধি হলে নতুন প্রশাসকের হাতে দায়িত্ব তুলে দেন বিদায়ী প্রশাসক শামিম দাদ খান । তার আগে পৌরসভার বিভিন্ন কাজকর্ম নিয়ে আলোচনায় বসে নতুন ও পুরানো বোর্ড। এদিন নতুন ও পুরানো প্রশাসক সহ উপস্থিত ছিলেন পুরোবোর্ডের সদস্য বৈদ্যনাথ মণ্ডল, দেবাশিস চ্যাটার্জি, কাজল ব্যানার্জী, রানা প্রতাপ সিং সহ অন্যান্যরা । বিদায়ী প্রশাসক শামিম দাদ খান বলেন, "এতদিন স্বচ্ছতার সঙ্গে উন্নয়নের কাজ করে গিয়েছি । এই সুযোগ দেওয়ার জন্য আমাদের দল ও পৌরবাসীকে ধন্যবাদ ।" নতুন দায়িত্ব পেয়ে প্রশাসক ডাঃ মৃগাঙ্ক মাহাত বলেন, "পৌরসভা এলাকায় উন্নয়নের ধারা বজায় থাকবে । সকলের সঙ্গে মিলেমিশেই কাজ করে যাব।"