কোরোনা মোকাবিলায় 1 কোটি টাকা মঞ্জুর শান্তনু ঠাকুরের - 1 কোটি টাকা মঞ্জুর শান্তনু ঠাকুরের
কোরোনা মোকাবিলায় বনগাঁ লোকসভার সাংসদ শান্তনু ঠাকুর তাঁর সাংসদ তহবিল থেকে উত্তর 24 পরগনা জেলাশাসকের তহবিলে এক কোটি টাকা মঞ্জুর করলেন । বুধবারই এই বিষয়ে জেলাশাসককে চিঠি লেখেন সাংসদ । শান্তনু ঠাকুর বলেন, "কোরোনার বিপদ সর্বত্র। ২১21 দিন সবাইকে বাড়িতে থাকতে হবে। কোরোনা ভাইরাসের চেনটা কেটে দিতে পারলেই আমরা এই অসুখের সংক্রমণ থেকে রেহাই পাব। এই অসুখের মোকাবিলায় আমি আমার সাংসদ তহবিল থেকে এক কোটি টাকা বরাদ্দ করেছি । বনগাঁ লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভার বাসিন্দাদের জন্য এ টাকা খরচ করতে বলেছি জেলাশাসককে ৷"