পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

"বিধায়ককে জনগণ জেতায়, তাই তাদের CBI তদন্তের দাবি মানতে হবে" - Hemtabad

By

Published : Jul 13, 2020, 12:23 PM IST

Updated : Jul 13, 2020, 1:15 PM IST

হেমতাবাদের দলীয় বিধায়কের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় এবার মুখ খুললেন রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরি ৷ বিধায়কের মৃত্যুর তদন্ত নিয়ে তিনি ETV ভারতকে জানান , গ্রামবাসীদের দাবি তিনি আত্মহত্যা করেননি। তাঁকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে ৷ এইজন্য তারা CBI তদন্তের দাবি জানিয়েছে ৷ আর একজন বিধায়ককে জনগণ জেতায় ৷ তাদের দাবি অবশ্যই মানতে হবে ৷
Last Updated : Jul 13, 2020, 1:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details