দিলীপ যাদবের কাজে ঝিমিয়ে পড়ছেন দলের কর্মীরা, সরব তৃণমূলেরই সাংসদ - MP Aparupa podder
"আমাদের সম্মানীয় জেলা সভাপতি দিলীপ যাদব সবসময় বলেন দলের নির্দেশ মানি, দল যা বলে তাই শুনে চলি । আমি ওনাকে একটা প্রশ্ন করতে চাই, দল কি তাঁকে বলেছে যে আরামবাগের সাংসদের সঙ্গে কথা না বলে তাঁর এলাকায় প্রোগ্রাম করতে ? তিনি কেন এরকম করছেন সেই উত্তর তিনিই দিতে পারবেন । ড্যামেজ যা হয়েছে তা কন্ট্রোল করে একটা জায়গায় আনার জন্য মমতাদিকে উপহারস্বরূপ হুগলি জেলার 18টা সিট দিতে চাই । আমরা চাই দলের শক্তি বৃদ্ধি হোক । কিন্তু জেলা সভাপতির কাজে দলের তৃণমূল স্তরের কর্মীরা ঝিমিয়ে পড়ছে । আমরা মিটিং করছি ব্লক সভাপতি, MLA-দের নিয়ে, আর একই সময়ে আর একটা পালটা মিছিল হচ্ছে আমাদের জেলা সভাপতিকে নিয়ে । এতে মানুষের কাছে বার্তাটা ঠিক যাচ্ছে না । জেলা সভাপতির কাজ নিয়ে দলীয় নেতৃত্বকে আগেও জানিয়েছি, আবারও বলব ।" বললেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার ।