কল্যাণের বিরুদ্ধে মুখ খুললেন অপরূপা - Kalyan Banerjee
শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই বলেছিলেন , CBI-এর হাত থেকে বাঁচতে যাঁরা নারদ-সারদায় অভিযুক্ত, তাঁরা BJP-তে যাবেন । তৃণমূলের একাধিক সভায় তাঁকে এই ধরনের মন্তব্য করতেই শোনা যাচ্ছে । এবার তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতে মুখ খুললেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার । তিনি বলেন ,"দলের সিনিয়র নেতা কেউ যদি বলেন, যাঁরা নারদ-সারদায় আছেন তাঁরা BJP-তে চলে যাবেন , সুপ্রিম কোর্ট কি বলে দিয়েছে এঁরা কালপ্রিট ? এধরনের মন্তব্য ঠিক না । আমি মনে করি, এটা BJP-কে সুযোগ করে দেওয়া হচ্ছে । ব্যক্তিগত আক্রমণ করাও ঠিক না । "