মোটা ভাই তৃণমূলের মোটা মোটা লোকদেরও বেচাকেনা করছে : মহম্মদ সেলিম - CPI(M)
মোটা ভাই তৃণমূলের মোটা মোটা লোকদের বেচাকেনা করে দিচ্ছে । অমিত শাহকে কটাক্ষ সিপিআইএম নেতা মহম্মদ সেলিমের ৷ তিনি বলেন, "চিটিংবাজির টাকায় কয়েকটা বেইমান কেনা যায়, সাচ্চা ইনসান কেনা যায় না ।" বিজেপিকে আক্রমণ করে বলেন, "বিজেপি সরকার দেশকে লুট করছে ।" এরপরই বলেন, "এমন কেনাবেচা শুরু করেছে মোটা ভাই, তৃণমূলের মোটা মোটা লোকজনদের বেচাকেনা করে দিয়েছে ।"
Last Updated : Jan 6, 2021, 7:00 AM IST