@জনতা : বাড়ছে মশার উপদ্রব, পৌরসভার বিরুদ্ধে সরব বোলপুরবাসী
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বোলপুর শহরে বহু মানুষের আনাগোনা । কিন্তু পরিচ্ছন্নতার অভাব রয়েছে । ড্রেন থেকে ডাস্টবিন, কোনওটাই নিয়মিত পরিষ্কার হয় না । ফলে স্বাভাবিক ভাবেই মশার আঁতুড়ঘর হয়ে উঠেছে শহরের আনাচে-কানাচ । পৌরসভার তরফে মশা মারার ওষুধ স্প্রে করা হয় না বলে অভিযোগ । এছাড়া আবর্জনা পরিষ্কারের বালাই নেই বলেও অভিযোগ ।