দুর্গাপুরে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে বিজেপিতে যোগ দিল দু'শতাধিক - বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে বিজেপিতে যোগ
দুর্গাপুরের দুই ব্যবসায়ী জগজিৎ মাইতি ও প্রণব রায় সহ আসানসোল সাংগঠনিক জেলা থেকে প্রায় 205 জন যুবক অন্যান্য দল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। দুর্গাপুরের বিদ্যাসাগর অ্যাভিনিউতে বিজেপির শ্রমিক সংগঠনের কার্যালয়ে এই যোগদান অনুষ্ঠান হয় ৷ পরে বিজেপির কার্যালয়ে নব্য বিজেপি সদস্যদের নিয়ে সভা করা হয়। এদিন উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের বিজেপি নেতা গণেশ মিশ্রা, মধুরেন্দন গোস্বামী, আসানসোল সংগঠনিক জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই সহ বিজেপির বিশিষ্টরা।
TAGGED:
join in Bjp Durgapur