দোকানে বসে চায়ের কাপে চুমুক হনুমানের - চায়ের কাপে চুমুক
শীতের সকালে গরম চায়ের কাপে চুমুক দিতে কে না চায় । কিন্তু শুধু মানুষ কেন ? গরম চায়ের ভাঁড়ে চুমুক দেওয়ার লােভ সামলাতে পারছে না হনুমানও । হ্যাঁ, এই দৃশ্যই দেখা গেল পূর্ব বর্ধমানের ভাতার বাজার এলাকায় । স্থানীয়রা বলছেন মাঝেমধ্যেই হনুমানটি চায়ের দোকানে, এসে বিস্কুট খেয়ে যায় । এদিন বিস্কুটের সঙ্গে চায়ের কাপেও চুমুক দেয় সে । যা দেখতে ভিড় জমে ।
Last Updated : Dec 12, 2020, 10:04 PM IST