"মোদিজি আপনাদের অ্যাকাউন্টে টাকা পাঠাবেন", বাংলার কৃষকদের আশ্বাস অমিত শাহ-র - কলকাতায় অমিত শাহ
কৃষক সম্মান নিধির আওতায় প্রধানমন্ত্রী প্রত্যেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 6 হাজার টাকা পাঠান । কিন্তু বাংলা থেকে কৃষকদের কোনও তালিকা ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া হয় না । এই অভিযোগ তুলে আজ অমিত শাহ বলেন, "এখনও পর্যন্ত 95 হাজার কোটি টাকা গোটা দেশের কৃষকদের কাছে গেছে । কিন্তু বাংলার কৃষকরা কিছুই পাননি । রাজ্য থেকে বলছে, টাকা রাজ্যকে দিয়ে দিতে । কিন্তু রাজ্যের হাতে গেলে টাকা ক্যাডারদের হাতে চলে যাবে । আমি বাংলার কৃষকদের আশ্বস্ত করছি, মে মাসের পর আপনাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর ব্যবস্থা করবেন নরেন্দ্র মোদি । মে মাসের পর বাংলায় BJP-র সরকার তৈরি হবে ।"