ব্রিগেডের টিকিট মোদির ছবি-সহ ব্যাজ - Pm Modi at Brigade
বুকের মধ্যে মোদির ছবি দেওয়া ব্রিগেড চলো লেখা ব্যাজ, হাতে বিজেপির পতাকা আর মুখে "জয় শ্রীরাম" ধ্বনি । এটা হল রায়গঞ্জ থেকে কলকাতা যাওয়ার রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনের টিকিট। ওই টিকিট নিয়ে ব্রিগেডের উদ্দেশে রওনা দিলেন শয়ে শয়ে বিজেপি কর্মী সমর্থক ।