ভাটপাড়ায় বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি - অর্জুন সিং
ভাটপাড়ায় বিজেপি নেতার বাড়ি লক্ষ্য় করে গুলি চালানোর অভিযোগ । ভাঙচুর করা হয়েছে বাড়ির জানালা ও দরজা ৷ হামলার সময় ওই বাড়িতে কেউ ছিলেন না বলে কোনও হতাহতের ঘটনা ঘটেনি ৷ বৃহস্পতিবার মাঝরাতে ভাটপাড়া পৌরসভা 15 নম্বর ওয়ার্ডের সুনদিয়া হাউসিং স্টেট-এর H-79 বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা । এই ঘটনায় রাজ্যে অরাজকতার পরিবেশ তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ৷ গতকাল রাতের ঘটনায় ফের একবার রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছেন তিনি ৷