পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Theft in Shantipur : ঢিল ছোড়া দূরত্বে থানা, দোকানের শাটার ভেঙে চোর নিয়ে গেল 2 লাখ টাকা - miscreants broke the shop shutter and stole two lakh rupees in Shantipur

By

Published : Jan 8, 2022, 8:50 AM IST

রাতের অন্ধকারে দোকানের শাটার ভেঙে চুরি হল প্রায় 2 লক্ষ টাকা । নদিয়ার শান্তিপুর থানার পঞ্চাননতলা এলাকার ঘটনা ৷ প্রতিদিনের মতো রাত দশটা নাগাদ দোকানে তালা দিয়ে বাড়ি চলে গিয়েছিলেন দোকানের মালিক । সকালে স্থানীয়দের নজরে আসে, দোকানের শাটার কে বা কারা ভেঙে ফেলেছে (miscreants broke the shop shutter and stole two lakh rupees in Shantipur) । এরপর দোকানের মালিককে খবর দেওয়া হয় । ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশও । এলাকাবাসীর দাবি, যত দিন যাচ্ছে চোরের উৎপাত বেড়েই চলেছে । ঢিল ছোড়া দূরত্বে থানা অথচ সেই জায়গায় দাঁড়িয়ে পরপর চুরির ঘটনায় আতঙ্কে এলাকাবাসী ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details