Fired at Bhatpara : ভাটপাড়ায় দুষ্কৃতী হামলা, চলল গুলি ও ভাঙচুর - bhatpara news
দুষ্কৃতী হামলা ভাটপাড়া থানার কেউটিয়ার পালপাড়ায় (bhatpara news)। মঙ্গলবার রাতে তিনটি বাড়ি ও দুটি বাইক ভাঙচুর চালিয়ে চার রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ । অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করায় পাশ্ববর্তী গঙ্গা ইটভাটার বাসিন্দা গুড্ডু তার দলবল নিয়ে রঞ্জিত পালের বাড়িতে চড়াও হয়ে তাঁকে মারধর করে বাঁশ দিয়ে । ভাইকে বাঁচানোর জন্য দিদি শঙ্করী পালও পাল্টা বাঁশ দিয়ে মারেন । অভিযোগ, শঙ্করী দেবীর ছেলে স্নেহাংশুর কোমরে পিস্তল ধরে তার ফোন কেড়ে নিয়ে বাড়িঘর ভাঙচুর করে দুষ্কৃতীরা । ঘটনার তদন্তে ভাটপাড়া থানার পুলিশ (fired at bhatpara) ।