30 লাখ খরচে 16টি স্পার বাঁধ কালজানিতে : রবীন্দ্রনাথ - preventing river erosion work in coochbehar
কোচবিহারের কালজানি নদীর পাড় ভাঙন ঠেকাতে আজ থেকে শুরু হল পাড় বাধনের কাজ । স্পার(পাথরের বোল্ডার দিয়ে তৈরি বাঁধ) দিয়ে বাঁধ তৈরি হবে । উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের তত্ত্বাবধানে শুর হয় এই কাজ । তিনি জানান, "30 লাখ টাকা ব্যয় করে 30টি স্পার বাঁধ তৈরি করা হবে । আর এই কাজ বর্ষার আগেই শেষ হবে ।"