মানসিক ভারসাম্যহীন মহিলার তাণ্ডব পুরুলিয়া হাসপাতালে
আজ ভোরবেলা হঠাৎই পুরুলিয়া সদর হাসপাতালে চাঞ্চল্য ছড়ায় । হাসপাতালের ছাদে মোটা কাঠ নিয়ে এক মহিলা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছেন আর বলছেন, ছাদ থেকে লাফ দেবেন । হাসপাতাল কর্মীরা তাঁকে নামানোর চেষ্টা করে ব্যর্থ হন । খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে । দমকলের কর্মীরা এসে তাঁকে উদ্ধার করে । জানা গেছে, ওই মহিলার বাড়ি পুরুলিয়ার বরাবাজার এলাকায় । তাঁর আত্মীয় হাসপাতালে ভরতি । ওই মহিলার বাড়ির লোকজন জানান তিনি মানসিক ভারসাম্যহীন । চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে ।