পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

21 জুলাইয়ের সেই স্মৃতি আজও জীবন্ত - অতীন ঘোষ

By

Published : Jul 21, 2020, 10:12 PM IST

''একুশে জুলাইয়ের স্মৃতি আজও অটুট । 23 বছর আগেকার সেই রক্তাক্ত ঘটনা চোখের সামনে ভেসে উঠছে ৷ সেই সময় আমাদের নেত্রী রাজ্য যুব কংগ্রেসের সভাপতি ছিলেন আর আমি সাধারণ সম্পাদক ছিলাম ৷ আমাদের নেত্রী মহাকরণ অভিযান কর্মসূচি ঘোষণা করেছিলেন ৷ আমার দায়িত্ব ছিল ধর্মতলার সভা নিয়ন্ত্রণ করার ৷ বেলা সাড়ে বারোটা- একটা থেকে মেয়ো রোড থেকে সাদা পোশাকের মানুষরা গুলি চালাতে চালতে ছুটে আসছে ৷ তারা পুলিশ না-কি গুণ্ডা আমরা জানি না ৷ আমাদের সহকর্মীদের দেহ একের পর লুটিয়ে পড়ছে ৷'' স্মৃতিচারণ করলেন অতীন ঘোষ ।

ABOUT THE AUTHOR

...view details