GangaSagar Mela 2022 : গঙ্গাসাগর মেলা ঘুরে দেখলেন হাইকোর্টের নিযুক্ত কমিটির সদস্যরা - members of the committee formed by high court have visited gangasagar melamembers of the committee formed by high court have visited gangasagar mela
গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) নিয়ে গঠিত কলকাতা হাইকোর্টের বিশেষ কমিটির সদস্যরা বৃহস্পতিবার সকালে গঙ্গাসাগর মেলা ঘুরে দেখলেন৷ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় ও রাজ্যের লিগাল সার্ভিস অ্যাক্ট সেক্রেটারি রাজু মুখোপাধ্যায় এদিন পুণ্যার্থীদের ভিড় ও পুণ্যস্নানে উপলক্ষ্যে রাজ্য সরকারের ব্যবস্থাপনা ঘুরে দেখেন । পুণ্যার্থীরা কতটা কোভিড বিধি মানছেন সেদিকেও নজর ছিল তাঁদের ৷