পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

হাসপাতালের চেয়ে রামমন্দির জরুরি, এমন কোনও মন্তব্য করেননি দিলীপ ঘোষ : সায়ন্তন বসু - BJP leader sayantan basu

By

Published : Aug 10, 2020, 3:33 PM IST

"হাসপাতালের থেকেও রামমন্দির করা বেশি জরুরি ৷" BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এমন কোনও মন্তব্যই করেননি ৷ এই দাবি করলেন BJP নেতা সায়ন্তন বসু । বলেন, দিলীপ ঘোষের মন্তব্যকে ঘুরিয়ে উপস্থাপন করছে সংবাদমাধ্যম ৷ এর আগে কোরোনা সংক্রমণের মাঝে অযোধ্যায় রামমন্দিরের ভূমিপুজো নিয়ে বিতর্ক ওঠায় BJP-র রাজ্য সভাপতি বলেছিলেন, "হাসপাতাল কালচার বন্ধ হয়ে মন্দির কালচার হওয়া উচিত ৷ মন্দির হচ্ছে ভারতের সংস্কৃতির প্রাণকেন্দ্র ৷"

ABOUT THE AUTHOR

...view details