প্রেস মিডিয়ার ইজ্জত আছে : মমতা
না ! একথা তিনি কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের "দু'পয়সার প্রেস" মন্তব্যের প্রেক্ষিতে বলেননি । বলেছেন, সম্পূর্ণ অন্য একটি প্রসঙ্গে । আজ রানিগঞ্জে সরকারি অনুষ্ঠানের মঞ্চে বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী । বিজেপির উদ্দেশে তোপ দাগতে গিয়ে একসময় তিনি বলেন,"ওরা যখন মিথ্যা কথা বলবে তখন আপনার দয়া করে যাচাই করে নেবেন । ওরা সংবাদমাধ্যমকে বলে আমরা যা বলব তাই করতে হবে । আপানারা কেন করবেন ? প্রেস মিডিয়ার একটা ইজ্জত আছে । যেটা সত্য সেটা আপনারা বলবেন ।" এমন একটি সময়ে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য যখন তৃণমূল কংগ্রেসেরই সাংসদ মহুয়ার প্রেস সম্পর্কে নিম্নরুচির মন্তব্যে সরব হয়েছে বিভিন্ন মহল । তিনি যখন প্রেসকে দু'পয়সার বলছেন তখন তাঁর দলেরই শীর্ষনেত্রী অবশ্য বলছেন, প্রেস মিডিয়ার ইজ্জত আছে ।
Last Updated : Dec 8, 2020, 9:13 PM IST