"পৌষ মেলা হবে না, কিন্তু যোগদান মেলা হবে" কটাক্ষ সেলিমের - পূর্ব মেদিনীপুরের কাঁথির সেন্ট্রাল বাস স্ট্যান্ডে সভাতে সিপিআইএম নেতা মহম্মদ সেলিম
পূর্ব মেদিনীপুরের কাঁথির মেছেদা বাইপাস থেকে কাঁথি শহর পরিক্রমা করে কাঁথির সেন্ট্রাল বাস স্ট্যান্ডে সভাতে বক্তব্য রাখেন সিপিআইএম নেতা মহম্মদ সেলিম । দিল্লির আন্দোলনরত কৃষকদের সমর্থনে, কেন্দ্রের কৃষিবিল বাতিলের দাবিতে ও বিদ্যুৎবিল বাতিলের দাবিতে বাম ও কংগ্রেস যৌথ ভাবে পদযাত্রা ও সভার আয়োজন করে । অধিকারী গড় বলে পরিচিত কাঁথিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর দল বদলের সমালোচনা করেন তিনি । নোটবন্দির সময় সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে কাঁথি সমবায় ব্যাঙ্কে, প্রচুর কালো টাকা সাদা হয়েছে বলেও দাবি করেন তিনি । তিনি আরও বলেন, "পৌষ মেলা হবে না শান্তিনিকেতনে, কিন্তু মোদি,অমিত শাহ, মমতা রোড শো করবে । পৌষ মেলা হবে না, কিন্তু যোগদান মেলা হবে। "