পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Snowfall In Darjeeling: শৈলরানিতে তুষারপাত, বরফে ঢাকল টাইগার হিল - শৈলরানিতে তুষারপাত, তুষারপাতে ঢাকল উত্তর সিকিমও

By

Published : Dec 29, 2021, 10:22 AM IST

Updated : Dec 29, 2021, 10:36 AM IST

ফের পাহাড়জুড়ে তুষারপাত। এবার তুষারপাত হল খোদ শৈলরানি দার্জিলিংয়ে (Snowfall In Darjeeling)। বুধবার সকালে দার্জিলিংয়ের টাইগার হিল, ঘুম, বাতাসিয়া লুপে ব্যাপক তুষারপাত হয়েছে। পাশাপাশি তুষারপাত হয়েছে কালিম্পংয়ের রিশপ, উত্তর সিকিমের লাচেন, লাচুং,সান্দাকফু, ছাঙ্গু-সহ একাধিক জায়গায়। দার্জিলিংয়ে এদিন সকালে তাপমাত্রা নেমে দাঁড়ায় 3 ডিগ্রি সেলসিয়াসে। টাইগার হিলে তুষারপাত উপভোগ করছেন পর্যটকরা ৷
Last Updated : Dec 29, 2021, 10:36 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details