20 বছর মমতা মায়ের কোলে লালিত হয়ে এখন বলছে বঞ্চিত, শুভেন্দুকে কটাক্ষ মানস ভুঁইঞার - শুভেন্দু অধিকারী
সবং-এর সভায় শুভেন্দু অধিকারীকে কালো গৌরাঙ্গ বলে কটাক্ষ করলেন মানস ভুঁইঞা । শনিবারের সভায় মানস ভুঁইঞা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র, তৃণমূল জেলা সভাপতি অজিত মাইতি, সাধারণ সম্পাদক গোপাল সাহা ও প্রদীপ কর, বিধায়ক গীতা রানি ভুঁইঞা প্রমুখ ৷ সেখানেই শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে মানস ভুঁইঞা বলেন, "20 বছর ধরে মমতা মায়ের কোলে লালিত পালিত হয়, এখন কালো গৌরাঙ্গ বলছে আমি বঞ্চিত ৷ ধিক্কার কালো সোনা ।"