Mamata at Gangasagar : মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলবার গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী - মেলা প্রস্তুতি খতিয়ে দেখতে গঙ্গাসাগরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
🎬 Watch Now: Feature Video
গতবার কোভিডের কারণে সেভাবে পালিত হয়নি কোন অনুষ্ঠানই ৷ তবে নতুন বছরের শুরুতেই রয়েছে গঙ্গাসাগরের মেলা (CM Mamata Banerjee will come to Gangasagar )। মেলা চত্বরের নিরাপত্তা, কোভিড বিধি নিয়ে সদা সতর্ক রাজ্য প্রশাসন। আর সেইসব খতিয়ে দেখতেই মঙ্গলবার গঙ্গাসাগরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । গঙ্গাসাগরের মেলা রাজ্যের অন্যতম বড় মেলা। শুধু ভিন রাজ্য নয়, ভিন দেশ থেকেও অতিথিরা আসেন গঙ্গাসাগরের মেলায় । সাধু-সন্ত থেকে আমজনতা, পুণ্যের খোঁজে মকর সংক্রান্তিতে সকলে ডুব দেন কনকনে হিমশীতল জলে । সেই মেলায় বড়সড় দুর্ঘটনা বা বিপত্তি এড়াতে আগেভাগে প্রস্তুতি শুরু করেছেন প্রশাসনিক কর্তারা । নবান্ন সূত্রে খবর, আগামীকাল দুপুর নাগাদ গঙ্গাসাগরে পৌঁছাবেন মুখ্যমন্ত্রী । একইসঙ্গে 29 ডিসেম্বর গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে বিভিন্ন আধিকারিকদের সঙ্গে বৈঠকও করবেন তিনি ৷
TAGGED:
Mamata At Gangasagar