শ্রমিক এক্সপ্রেসের নামে কোরোনা এক্সপ্রেস চালাচ্ছেন ? কেন্দ্রকে প্রশ্ন মমতার - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরাতে কেন্দ্রের ব্যবস্থাপনার সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, ‘‘আমার রাজ্যের ভাইবোনরা আসছে আমি খুশি ৷ কিন্তু, একটা সিটে 3-4 জন আসবে কেন? একটা বদ্ধ জায়গায় যদি 48 ঘণ্টা সবাই একসঙ্গে থাকে, তাহলে কোরোনা হবে না তো কী হবে? তার মধ্যে তারা আসছে হটস্পটগুলি থেকে যেখানে তারা চিকিৎসা পাননি ৷ দরকার হলে ট্রেনের সংখ্যা বাড়ান ৷ আপনাদেরই সবার আগে সামাজিক দূরত্ব বজায় রাখা উচিত ৷ লোকগুলিকে খাবার বা জলটুকু দিচ্ছেন না ৷ শ্রমিক এক্সপ্রেসের নামে আপনারা কি কোরোনা এক্সপ্রেস চালাচ্ছেন? এখন তো ট্রেন চলছেই না, তাই ট্রেনের অভাব নেই ৷ বগি সংখ্যা বাড়ান ৷ খরচ তো আমরাই দিচ্ছি ৷ ’’