মমতা বন্দ্যোপাধ্যায় মাদার টেরিজার মতো : লক্ষ্মীরতন শুক্লা - Mamata Banerjee just like a mother teresa
আজ হাওড়া স্টেশনে "দিদিকে বলো" কর্মসূচি পালন করলেন উত্তর হাওড়ার বিধায়ক তথা রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা । আজ তিনি হাওড়া স্টেশনে বিভিন্ন লোকাল ট্রেনে উঠে পথ চলতি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন । তাদের অভাব অভিযোগ শোনেন । সাধারণ মানুষের কাছে তিনি "দিদিকে বলো" কর্মসূচির জন্য যে মোবাইল নম্বর সম্বলিত ভিজিটিং কার্ড বিলি করেন । সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় মাদার টেরিজার মতো । মমতা বন্দ্যোপাধ্যায় জন্মেছেন মানুষের সেবার জন্য । ওনাকে সবাই ভালোবাসেন ।" তাঁর দাবি, "দিদি সব জায়গাতে ছিল, এখনও আছে এবং সব জায়গাতে থাকবেন । কারও কোনও সমস্যা হলে সরাসরি দিদিকে জানাতে পারেন । উনি সবার সাহায্যের জন্য আছেন । সকলের সেই ভালবাসা আছে তার প্রতি ।"