মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালাচ্ছেন, আর তোলাবাজি করছেন ভাইপো : অর্জুন সিং - তোলাবাজি করছেন ভাইপো
মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালাচ্ছেন। আর তোলাবাজি করছেন ভাইপো। সবকিছু জেনেশুনে মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো-কে এগিয়ে দিয়েছেন তোলাবাজি করতে। বিজেপি কর্মী-সমর্থকদের উপর হামলার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিলে যোগ দিয়ে এই মন্তব্য করলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। মিছিল শেষে নিউ ব্যারাকপুরের তালবান্দায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন,"তোলাবাজি করতে গিয়ে কখনও ঝড়ঝাপটা এলে ভাইপোকে আর রক্ষা করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়।তখন ভাইপোকে আর চিনতেই পারবেন না উনি।কোনও সময় বলে দেবেন,অভিষেক বন্দোপাধ্যায় ভাইপো-ই নয় ওনার । সেই পরিস্থিতিই তৈরি হচ্ছে"। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন,"রাজ্যের কোথাও আইনশৃঙ্খলা নেই। আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে ইতিমধ্যে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হতে হয়েছে আমাদের । সুষ্ঠু নির্বাচনের দাবিও জানানো হয়েছে সুপ্রিম কোর্টে। মমতা বন্দোপাধ্যায়ের কাছে আমরা যাইনি। তার কারণ উনিই গুন্ডা ও পুলিশকে সঙ্গে নিয়ে হামলা চালাচ্ছেন গেরুয়া শিবিরের উপর ।"