তৃণমূলে একটাই খুঁটি মমতা বন্দ্যোপাধ্যায় : অনুব্রত - মমতা বন্দ্যোপাধ্যায়
"আমি আগেও বলেছি আবারও বলছি 220 থেকে 230 টা আসন পশ্চিমবঙ্গে পাব। বিজেপি 20 টার বেশি পাবে না।" শুভেন্দু অধিকারী বিজেপিতে চলে গেলে তৃণমূলের কতটা প্রভাব পড়বে? প্রশ্নের উত্তরে অনুব্রত মণ্ডল বলেন, "আগে যাক তারপর বলব। তবে আমাদের তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ই শেষ কথা। তৃণমূল দলে একটাই খুঁটি। আর কোন খুঁটি নেই। আমরা তো সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দিই। এর আগেও তো অনেকে ছেড়ে চলে গিয়েছেন। পঙ্কজ দা, অজিত পাঁজা। কি লাভ হয়েছে?"এদিন বোলপুরে দলীয় কর্মী সভায় যোগ দিয়ে সেখানেই এই কথা বলেন অনুব্রত মণ্ডল। ওই সভায় ছিলেন রাজ্যের মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, সাংসদ অসিত মাল, জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ প্রমূখ।