পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গুন্ডা আর পুলিশ ছাড়া কেউ নেই : অর্জুন সিং - অর্জুন সিং

By

Published : Oct 21, 2020, 7:41 PM IST

"মানুষকে সরকারি সাহায্য দেবে না, খেতে দেবে না, খেতে চাইলে মারবে । হাসপাতালে যেতে দেবে না । পুলিশ নীরব দর্শক হয়ে দেখবে ! বাংলায় এটা আর বেশিদিন চলবে না ৷" মন্তব্য BJP সাংসদ অর্জুন সিংয়ের ৷ বুধবার বসিরহাটের হিঙ্গলগঞ্জে নিহত রবীন্দ্রনাথ মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করেন BJP সাংসদ ৷ পরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গুন্ডা আর পুলিশ ছাড়া কেউ নেই । উনি এখন জোর করে ক্ষমতায় থাকতে চাইছেন । সেটা আর হবে না । সেটা উনিও বুঝে গেছেন ।"

ABOUT THE AUTHOR

...view details