Malda Police On Illegal Parking: বেআইনি পার্কিং আর ফুটপাথ মুক্ত করতে অভিযানে মালদা জেলা পুলিশ - বেআইনি পার্কিং আর দখল হওয়া ফুটপাত মুক্ত করতে অভিযানে মালদা জেলা পুলিশ
রাস্তার ওপর বেআইনি পার্কিং এবং দখল হয়ে যাওয়া ফুটপাথ থেকে হকারদের সরিয়ে তা মুক্ত করতে অভিযানে নামল মালদা জেলা পুলিশ (Malda Police is taking steps on illegal parking) । শহরে যানজট মুক্ত করতে এবং সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে এই অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান এলাকার ট্রাফিক আইসি শান্তিনাথ পাঁজা । শনিবার সকালে ইংরেজবাজার পৌরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য আশিস কুণ্ডুকে সঙ্গে নিয়ে অভিযানে নেমেছিলেন তিনি । রথবাড়ি সংলগ্ন 12 নম্বর জাতীয় সড়কের ধারে ফুটপাথ বাজার তুলে দেওয়া হয় । আটক করা হয় বেআইনিভাবে রাস্তার ধারে পার্কিং করা বেশ কিছু গাড়ি । উল্লেখ্য, করোনা আবহে জমায়েত রুখতে রথবাড়ি পৌরবাজারকে তুলে আনা হয়েছিল জাতীয় সড়কের সার্ভিস লেনে । পরে বাজার নির্দিষ্ট স্থানে ফিরে গেলেও বেশ কিছু ব্যবসায়ী ফুটপাথ দখল করে ব্যবসা চালিয়ে যেতে থাকেন । জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের বারবার নিষেধ করার পরও ফুটপাথ থেকে ব্যবসা তোলেনি ব্যবসায়ীরা । শনিবার জেলা পুলিশের কর্তারা রাস্তায় নেমে ফুটপাথ মুক্ত করেন।