নারী সুরক্ষার দাবিতে ইংরেজবাজার থানা ঘেরাও - BJP মহিলা মোর্চা
নারী সুরক্ষার দাবিতে ইংরেজবাজার থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল মালদা জেলা BJP মহিলা মোর্চা। মঙ্গলবার দুপুরে সভানেত্রী সুতপা মুখোপাধ্যায়ের নেতৃত্বে প্রায় এক ঘণ্টা ধরে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান BJP-র মহিলা মোর্চার কর্মীরা।