পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

মইদুলের মরদেহ পৌঁছাল সলপে, শেষ শ্রদ্ধা বাম নেতা কর্মীদের - মইদুলের মরদেহ পৌঁছাল সলপে

By

Published : Feb 15, 2021, 10:26 PM IST

মইদুল ইসলাম মিদ্যার মরদেহ পৌঁছাল ডোমজুড়ের সলপে । রাত 9টা নাগাদ মৃত বাম যুব কর্মীর মরদেহ পৌঁছায় সলপে । সেখানে উপস্থিত বাম নেতা কর্মীরা মইদুলের মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান । যুব কর্মীর মরদেহ যুব সংগঠনের পতাকা দিয়ে মুড়ে দেওয়া হয় । এখান থেকে তাঁর মরদেহ পৌঁছে দেওয়া হবে যুব কর্মীর বাঁকুড়ার বাড়িতে ৷

ABOUT THE AUTHOR

...view details