কামারহাটিতে দুঃস্থদের পাশে মদন - মদন মিত্র
কামারহাটিতে দুঃস্থদের সাহায্যের জন্য় এগিয়ে এলেন মদন মিত্র ৷ সদ্য় অসুস্থতা কাটিয়েই মানুষের পাশে দাড়ালেন তিনি ৷ তাঁর গলায় আত্মবিশ্বাসের সুর সভাকে আরও জোরদার করেছিল রবিবার ৷ প্রায় হাজার খানেক মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন তিনি ৷