কৃষ্ণনগরে চালু মা ক্যান্টিন
এবার কৃষ্ণনগরে চালু হল 'মা' ক্যান্টিন। উদ্বোধন করলেন রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস । নিজের হাতে দুস্থদের খাওয়ার পরিবেশন করলেন তিনি। উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যজুড়ে করোনা পরিস্থিতিতে মা ক্যান্টিন চালু করার কথা ঘোষণা করেছিলেন। যেখানে শুধুমাত্র 5 টাকায় মিলবে খাওয়ার। কোনদিন মেনুতে থাকবে মাছ-ভাত আবার কোন দিন ডিম এবং মাংস ভাত । করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন কাজ হারিয়ে নিম্নবিত্ত পরিবারের মানুষজন সর্বস্বান্ত। তারা যাতে দু’মুঠো খেয়ে বেঁচে থাকতে পারে মূলত সেই উদ্দেশ্য নিয়েই শুরু হয়েছে এই 'মা' ক্যান্টিন । নদিয়ার কৃষ্ণনগরে মা ক্যান্টিনের উদ্বোধন করতে এসে রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মানুষের সাহায্যার্থে এই পদক্ষেপ । আমরা আগামী দিনে যাতে আরও এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারি তার প্রক্রিয়া চলছে ।