"দ্বিতীয় রাজনৈতিক গুরুকে হারালাম", সোমেন মিত্রর মৃত্যুতে বললেন মোহিত সেনগুপ্ত - প্রয়াত সোমেন মিত্র
"আমার রাজনৈতিক জীবনের দ্বিতীয় গুরু সোমেন মিত্রকে হারিয়ে অথৈ জলে পড়ে গেলাম । আমার প্রথম গুরু প্রিয়রঞ্জন দাশমুন্সি বর্তমানে থাকলে রাজ্যের এমন অবস্থা হত না ।" প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর মৃত্যুতে বললেন কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্ত । বলেন, সোমেন মিত্রর দেখানো পথেই দল চলবে ।