পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

উত্তরপ্রদেশের ধর্ষণের ঘটনায় দোষীদের এনকাউন্টার করা হোক, দাবি লকেটের - BJP MP Locket Chatterjee

By

Published : Oct 1, 2020, 12:22 PM IST

উত্তরপ্রদেশের ধর্ষণের ঘটনায় দোষীদের অবিলম্বে জনগণের সামনে এনকাউন্টার করা হোক । এই দাবি করলেন BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ আজ ঝাড়গ্রামে পাঁচ মাথার মোড়ে এবং বাছুরডোবা এলাকায় "চায়ে পে চর্চা"-য় যোগ দিয়ে তিনি বলেন, "উত্তরপ্রদেশ হোক বা পশ্চিমবঙ্গ, রাজস্থান হোক বা মহারাষ্ট্র, যেখানেই হোক এই সব দোষীর কঠোর শাস্তি চাই ৷ যেখানে একটি মহিলাকে ধর্ষণ করা হয়েছে, খুন করা হয়েছে সেখানে দোষীদের প্রতি কোনও প্রকার দয়া মায়া না দেখিয়ে কোনও রাজনৈতিক দল বা রং না দেখে তাকে কঠোরতম শাস্তি দেওয়া হোক ৷"

ABOUT THE AUTHOR

...view details