সিঙ্গুরে শিল্প আসুক , তার জন্য লড়াই করব : লকেট - Singur BJP programme
"সিঙ্গুরে শিল্প আসুক । তার জন্য লড়াই করব ।" সিঙ্গুরের আনন্দনগরে "শুনুন চাষি ভাই" কর্মসূচিতে যোগ দিয়ে বললেন সাংসদ লকেট চট্টোপাধ্যায় । জেলায় প্রথম BJP-র এই কর্মসূচি অনুষ্ঠিত হল । কৃষি জমিতে চাষিদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন লকেট । কৃষি আইনের সুফল চাষিদের বোঝান । এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সিঙ্গুরে আজ কৃষিও নেই । শিল্পও নেই । আমার আসলে কৃষকদের জন্য কৃষিও থাকবে এবং কৃষকদের ছেলে-মেয়ের স্বার্থে শিল্পও হবে । বামেদের সাধারণ ধর্মঘট প্রসঙ্গে বলেন , "কেউ বনধ পালন করছেন না । বামেদের আর কিচ্ছু নেই । যুব সমাজ মোদিজিকে চাইছে ।" "শুনুন চাষি ভাই" কর্মসূচি শেষ করে আনন্দনগরের কৃষক লক্ষ্মী নারায়ণ দাসের বাড়িতে মধ্যাহ্ন ভোজন করেন লকেট চট্টোপাধ্যায় ।