পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

লকডাউনে সুনসান রাসবিহারী, মোড়ে চলছে নাকা চেকিং - সাপ্তাহিক লকডাউনের শেষ দিন

By

Published : Aug 31, 2020, 11:03 PM IST

চলতি মাসে সাপ্তাহিক লকডাউনের শেষ দিন । সকাল থেকেই সুনসান কলকাতার প্রায় সমস্ত এলাকা । অত্যাবশ্যকীয় কাজ ছাড়া অন্য কোনও কারণে রাস্তায় বের হতে দেখা যায়নি কাউকে । কলকাতার মূল পয়েন্টগুলিতে চলেছে নাকা চেকিং । পুলিশি টহলদারি এড়িয়ে যাঁরা বের হচ্ছেন তাঁদের দেখাতে হচ্ছে প্রয়োজনীয় নথি । রাসবিহারী অ্যাভিনিউতে সেভাবে কোনও গন্ডগোল দেখা যায়নি । গড়িয়াহাট, চেতলা, টালিগঞ্জ, হাজরা কোনও দিকে রাস্তায় সেভাবে যান চলাচল চোখে পড়েনি ।

ABOUT THE AUTHOR

...view details