পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

লোকাল ট্রেন বন্ধের জের, শুনশান হাওড়া স্টেশন চত্ত্বর - হাওড়া স্টেশন

By

Published : May 6, 2021, 12:05 PM IST

Updated : May 6, 2021, 1:29 PM IST

করোনার বাড়বাড়ন্তে আংশিক লকডাউনের পথে হেঁটেছে রাজ্য ৷ দোকান খোলায় নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে ৷ জমায়েতে নিষেধ করা হয়েছে ৷ এমনকি, গতকালই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী লোকাল ট্রেন বন্ধের কথা ঘোষণা করেন । যার প্রভাব পড়েছে হাওড়া স্টেশন চত্বরে ৷ আজ সকাল থেকেই শুনশান হাওড়া স্টেশন চত্ত্বর । নেই চেনা সেই মাইকের ঘোষণা, নেই যাত্রীদের ব্যস্ততা । ফেরিঘাট সার্ভিসও কার্যত ফাঁকা । প্রিপেড ট্যাক্সি স্টান্ড সম্পূর্ণ খালি । সব মিলিয়ে এক অলসতার চিত্র স্টেশন চত্বর জুড়ে । যদিও, রেলের কর্মীদের জন্য স্পেশাল ট্রেন চালু করা হয়েছে ।
Last Updated : May 6, 2021, 1:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details