কাটমানি : তৃণমূল কাউন্সিলরের বাড়ির গেটে 'চোর' লিখলেন BJP নেতা - bjp tmc clash
কাটমানি খাওয়ার অভিযোগে তৃণমূল কাউন্সিলর শম্পা ছেত্রীর বাড়ির বাইরে 'চোর' লিখলেন BJP নেতা সৌম্যরূপ মণ্ডল। ইসলামপুর পৌরসভার দু'নম্বর ওয়ার্ডের ঘটনা । BJP নেতা কর্মীদের দাবি হাউজ়িং ফর অল প্রকল্পের জন্য উপভোক্তাদের কাছ থেকে ২৫ হাজার টাকা নিয়েছেন শম্পা । দু'বছর পেরিয়ে গেলেও উপভোক্তারা ঘর পাননি । সেই টাকা ফেরত চেয়ে আজ কাউন্সিলরের বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয় BJP কর্মী ও বাসিন্দারা ।