Bikaner-Guwahati Express Accident : দোমোহনিতে রেল দুর্ঘটনায় মৃতদের আত্মার শান্তি কামনায় মোমবাতি প্রজ্জ্বলন
বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের দুর্ঘটনাস্থলে মৃতদের আত্মার শান্তি কামনায় মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা (Prayer for dead People in Bikaner Guwahati Express Accident) ৷ রবিবার সন্ধ্যায় ময়নাগুড়ির দোমোহনির প্রস্তুতি যুবমঞ্চে পক্ষ থেকে এই প্রার্থনা সভার আয়োজন করা হয় ৷ দুর্ঘটনাস্থলে লাইনের পাশে থাকা ক্ষতিগ্রস্ত বগির সামনে এই প্রার্থনা সভার আয়োজন করে সংগঠনটি (Praying by lighting candles in Domohani) ৷ যেখানে আরপিএফ এর সদস্যরাও মোমবাতি জ্বালান ৷ এ নিয়ে ওই সংগঠনের সম্পাদত পার্থ প্রতিম সরকার জানিয়েছেন, 13 জানুয়ারির রেল দুর্ঘটনায় মৃতদের আত্মার শান্তি কামনায় সেখানে মোমবাতি জ্বালানো হয়েছে ৷