আজও পথে কমসংখ্যক বাস-মিনিবাস, সমস্যায় যাত্রীরা - lockdown news
গতকালই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, 24 ঘণ্টার মধ্যে বেসরকারি বাস পরিষেবা বাড়ানো না হলে, বাসগুলিকে অধিগ্রহণ করে চালানো হবে । মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরও খুব একটা পরিবর্তন দেখা গেল না ৷ কলকাতার রাস্তায় আজও কম সংখ্যক বেসরকারি বাস ও মিনিবাস । যদিও আজ ছুটি ছিল ৷ কিন্তু যাঁরা কাজে বেরিয়েছেন, তাঁদের সমস্যায় পড়তে হয়েছে ৷ কারণ দিন কয়েক আগেই, আর্থিক প্যাকেজে সম্মতি না দেওয়ার কথা জানিয়েছেন জয়েন্ট কাউন্সিলর সিন্ডিকেট ৷ এবিষয়ে ওয়েস্টবেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন "আজও পথে বাস নেমেছে । তবে একদিকে জ্বালানির দাম, অন্যদিকে কম সংখ্যক যাত্রী থাকার কারণে বহু বাস মালিক বাস চালাতে চাইছেন না ।" তাই আজও বাস স্টপে যাত্রীদের ভোগান্তির চিত্র ধরা পড়ল ৷ যে কয়েকটি বেসরকারি বাস যাচ্ছে, তাতে সামাজিক দূরত্বের কোনও বালাই নেই ৷ বাদুড়ঝোলা হয়েই যাতায়াত করছেন মানুষজন ।