পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Leopard Attack In Jalpaiguri: চিতাবাঘের আতঙ্ক জলপাইগুড়িতে - চিতাবাঘের আতঙ্ক জলপাইগুড়িতে

By

Published : Dec 23, 2021, 7:33 PM IST

চিতাবাঘের হানা জলপাইগুড়ির দুই গ্রামে (Leopard Attack In Jalpaiguri) ৷ ঘটনাটি জলপাইগুড়ি সদর ব্লকের শোভাবাড়ি ও ভোটঘাটি গ্রামে ৷ ভোটঘাটি গ্রামের এক বাসিন্দার বাছুর গতকাল সন্ধ্যে থেকে পাওয়া যাচ্ছিল না। এদিন পাশেই অধীর চন্দ্র চা বাগানের এক কর্মী বাগানে স্প্রে করতে যান। সেখানে দেখেন বাছুরের মৃতদেহ পড়ে রয়েছে । এরপরেই এলাকায় আতঙ্ক ছড়ায়। অন্যদিকে শোভাবাড়িতে গ্রামের স্বপ্না রায়ের ছাগলকে টেনে স্থানীয় চা বাগানের ভিতরে নিয়ে যাবার সময় স্থানীয়রা দেখে ফেলে চিৎকার করলে চিতাবাঘটি পালিয়ে যায়। ঘটনাস্থলে আগেই খাঁচাপাতা থাকলেও এখনও চিতাবাঘ ধরা না পড়ায় স্থানীয় বৈকুন্ঠপুর বনবিভাগের কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।

ABOUT THE AUTHOR

...view details