মইদুলের মৃত্যুর ঘটনায় করণদিঘি থানায় বিক্ষোভ - মইদুল ইসলাম মিদ্যার মৃত্যুর ঘটনায় করণদিঘি থানায় বিক্ষোভ বামপন্থী ছাত্র যুব সংগঠনের
যুব নেতা মইদুল ইসলাম মিদ্যার মৃত্যুর ঘটনায় আজ উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানায় বিক্ষোভ দেখাল বামপন্থী ছাত্র যুব সংগঠন । মইদুলের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত এবং পুলিশমন্ত্রীর পদত্যাগের দাবিতে থানায় বিক্ষোভ দেখায় তারা ৷ এদিন ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে বিশাল মিছিল করে করণদিঘি থানার উদ্দেশে রওনা দেয় তারা ৷ অপ্রীতিকর ঘটনা এড়াতে আগে থেকেই থানার সামনে লোহার ব্যারিকেড বসানো হয়েছিল ৷ পুলিশ বাধা দিলেও আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে দেয় ৷ সব মিলিয়ে উত্তেজনা ছড়ায় থানা চত্বরে ৷