পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

"মিথ্যা বলত না মানুষকে ঠকাত না";বামেদের সুনাম অনুব্রতের গলায় - left front

By

Published : Jul 24, 2021, 2:19 PM IST

এবার অনুব্রতর গলায় বামেদের সুনাম শোনা গেল। এদিন অনুব্রত মণ্ডল বলেন "34 বছর বামফ্রন্টকে দেখেছি তারা অন্তত মানুষকে মিথ্যা কথা বলত না, মানুষকে ঠকাত না ৷" এদিন সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের 19 টি অঞ্চল থেকে প্রায় কয়েকশো নেতা-কর্মী অনুব্রত মণ্ডলের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। যোগদান পর্বের আগে বক্তব্য রাখতে গিয়ে বিভিন্নভাবে বিজেপিকে কটাক্ষ করেন অনুব্রত। তিনি আরও বলেন, "বিজেপি একটা মিথ্যাবাদী দল। মানুষের পাশে থাকে না। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে রাজ্যজুড়ে বামেদের ভোট যে তৃণমূলে চলে গিয়েছে তা বারবার তুলে ধরেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

ABOUT THE AUTHOR

...view details