পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Surjya Kanta Mishra on Deucha Pachami protest : দেউচা পাচামির আন্দোলনের পাশে থাকবে বামেরা : সূর্যকান্ত

By

Published : Dec 26, 2021, 10:07 AM IST

বীরভূমের দেউচা পাচামি নিয়ে রাজ্য সরকার যে কথা বলছে সেটা সাধারণ মানুষের কাছে স্পষ্ট নয় । তাই সেখানে যে আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলনকারীদের পাশে আছে সিপিএম নেতৃত্ব । বর্ধমানে সিপিএমের জেলা সম্মেলনে যোগ দিয়ে এ কথা জানালেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র (Surjya Kanta Mishra on Deucha Pachami protest)। তিনি বলেন, "আমরা কতগুলি সুনির্দিষ্ট প্রশ্ন করেছি, সরকার সেই প্রশ্নের কোনও জবাব দেয়নি । তা থেকে বোঝা যাচ্ছে বিষয়টি নিয়ে সরকারের কোনও স্বচ্ছতা নেই । সরকার যদি জবাব দিতে না পারে তাহলে অবশ্যই প্রতিবাদ হবে ।" কলকাতা পৌরনির্বাচনে (KMC election 2021) বামেদের ভাল ফলের প্রসঙ্গও তুলে ধরেন সূর্যকান্ত মিশ্র ৷ বলেন, "কলকাতা পৌরভোটে বামেরা দ্বিতীয় শক্তি । তাদের ভোটের হার বেড়েছে । কংগ্রেসেরও ভোট বেড়েছে । অর্থাৎ বিজেপি পশ্চিমবঙ্গের দ্বিতীয় স্থানে এখন নেই ।" অপরদিকে, হাওড়া (Howrah corporation election) ও বালি পৌরসভা নিয়ে সূর্যকান্ত বলেছেন, "এটাও ওর পাগলামি । এদের কোনও কান্ডজ্ঞান আছে ? হাওড়া পৌরনিগমের সঙ্গে বালিকে যুক্ত করে এখন উনি ভোট করতে চাইছেন । যখন কোর্ট আটকাল, অনিশ্চয়তা তৈরি হল তখন বলছেন হাওড়া আলাদা করব । অথচ এসসি, এসটি রিজার্ভেশন করেছেন হাওড়া বালিকে মিশিয়ে । কোনও কাণ্ডজ্ঞান নেই । কোনও অঙ্ক বোঝেন বলে আমার মনে হয় না ।"

ABOUT THE AUTHOR

...view details