কৃষি আইন প্রত্যাহারের দাবিতে রাজভবন অভিযান কৃষক সংগঠনের - রাজভবন অভিযান বামেদের
সারা ভারত কৃষক সংঘর্ষ সমন্বয় কমিটির ডাকে রাজভবন চলো অভিযান। কেন্দ্রীয় সরকারের তিনটি নয়া কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলন চলছে দেশের বিভিন্ন প্রান্তে। আজ কৃষকদের দাবির সমর্থনে দুপুরে সিপিআই(এম)-এর কৃষক সংগঠন- সারা ভারত কৃষকসভা এবং অন্যান্য বাম কৃষি সংগঠনের কয়েক হাজার সদস্য হাওড়া স্টেশন থেকে মিছিল করে রওনা দেন রাজভবনের উদ্দেশ্যে। বিভিন্ন জেলা থেকে আসা কৃষক সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী প্রথমে জমায়েত হন হাওড়া স্টেশন লাগোয়া রেল মিউজ়িয়ামের কাছে। বেলা 1 টায় শুরু হয় মিছিল।